উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : নুরুল আমিন রুহুল
সফিকুল ইসলাম রানা :
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুলের সাথে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ ও ছেংগারচর পৌর ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার (৪ মে) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংসদ সদস্যদের সাথে উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাইলে আগামী ছেংগারচর পৌর নির্বাচন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। অপশক্তিরা ক্ষমতায় আসলে দেশে একটি অরাজকতা ও নৈরাজ্যের সৃষ্টি করবে। দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে তারা বাধাগ্রস্ত করবে। শেখ হাসিনার হাতে গড়া এই বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশরুল খাঁন তামিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার রেজাউল করিম, জেলা সেচ্চাসেবক লীগের সহ-সভাপতি রহমতউল্ল্যা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আ. রব, মহসীন মিয়া মানিক, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জি, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, জহিরুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অ্যাড. আবির হায়াৎ সিহাব, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের বাবু, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু, উপজেলা ছাত্রলীগের সদস্য গোলাম কিবরিয়া টিটু, মাহমুদুল হাসান, ছেংগারচর পৌর ছাত্রলীগ নেতা রিফাত উল্ল্যা সিয়াম, সামি, ষাটনল ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিফাত, হিমেল, রাজিব, বাগানবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা জিসান, তোফায়েল, কলাকান্দা ইউনিয় ছাত্রলীগের নেতা তুহিন, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজিব হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাকিব।
এসময় উপস্থিত ছিলেন জেলা সেচ্চাসেবক লীগের সহ-সভাপতি শরিফ উল্ল্যা সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনি শিকদার, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আশ্রাফুল আলম মিলন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাহবুব আলম বাবু, সাধারণ সম্পাদক আলীনুর বেপারী, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজ সরকার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরনবী খাঁন, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খাঁন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ, পৌর যুবলীগের সদস্য নাজমুল খাঁন, পৌর যুবলীগ নেতা ওমর খাঁন, হারিজ খাঁন, পৌর ছাত্রলীগ নেতা নুরে আলম নয়ন, রিফাত বাবু, মিম খাঁন, আকবর ফরাজী সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।