কচুয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
কচুয়া প্রতিনিধি :কচুয়ায় জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ও সাদকায়ে যারিয়াহ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এলাকার অর্ধশতাধিক অসহায় গরীব প্রতিবন্ধীদের মাঝে চলাচলের জন্য হুইল চেয়ার দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয় মাঠে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
জনকল্যাণ সোসাইটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও জনকল্যাণ সোসাইটির সহ-সভাপতি লায়ন আলহাজ¦ মো. আজিজুর রহমান পাটওয়ারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও আমাদের মতো রক্তে মাংশে মানুষ। প্রতিবন্ধীদের অবহেলা নয়, তাদের ভালোবাসার চোখে দেখুন এবং তাদের সহযোগিতায় পাশে থাকুন। তাহলেই তারা বোঝায় পরিনত না হয়ে সুন্দর জীবন গঠন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্ত্রীপরিষদ বিভাগের মহাব্যবস্থাপক ও জনকল্যাণ সোসাইটির সহ-সভাপতি মো. আবুল কাসেম প্রধানীয়া, জনকল্যাণ সোসাইটির সদস্য সচিব ও ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এম এ তাহের নয়ন, ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, সমাজসেবক মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্য গোলাম খাজা, সমাজসেবক মনির হোসেন পাটওয়ারী প্রমুখ। এসময় উপকারভোগী সদস্যবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুক্রবার, ০১ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?