কচুয়ায় নিখোঁজের ৫দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

ওমর ফারুক সাইম , কচুয়া ॥ কচুয়ায় নিখোঁজের ৫দিন পর বিলের ডোবা থেকে তানভীর খান নামের ৫বছর বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলা বাইছারা নোয়াপাড়া বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশু তানভীর খান একই গ্রামের সোলাইমান মিয়ার ছেলে।

শিশুর বাবা সোলাইমান মিয়া জানান, গত মঙ্গলবার আমি বিলে ধান কাটার কাজ করছিলাম। এদিন বিকেলে আমার পুত্র তানভীর বাড়ি থেকে মাঠের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান মিলেনি।
এঘটনায় শিশুটিকে ফিরে পেতে গত বুধবার বিকেলে কচুয়া থানায় নিখোঁজ ডায়রী করা হয়। শনিবার ডোবাতে ছেলের লাশ দেখে স্থানীয়রা খবর দিলে লাশ সনাক্ত করা হয়। এব্যাপারে কারো প্রতি কোন অভিযোগ নেই বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ও শিল্পি বেগম জানান,নিখোঁজের ৫দিন পর ফসলি জমির পাশে একটি ডোবাতে তানভিরের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এঘটনায় চাঁদপুরের পুলিশ সুপার, কচুয়া থানা পুলিশ, সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেন।
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

