কচুয়ায় পৌর বিএনপি নেতা হাবীব উল্যাহ গ্রেফতার

কচুয়া প্রতিনিধি :
কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক এবং কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. হাবীব উল্যাহ হাবীব (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে কচুয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবীব উল্যাহ হাবীব কচুয়া পৌরসভাধীন ধামালুয়া গ্রামের মৃত: ডা. আনোয়ার হোসেনের ছেলে।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান, গ্রেফতারকৃত হাবীব উল্যাহ হাবীব নাশকতার মামলার আসামী। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, কচুয়ায় এ পর্যন্ত বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইন ও বিশেষ ক্ষমতা আইনে ৮জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে কচুয়া থেকে প্রকাশিত প্রথম পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক হাবিব উল্যাহ হাবীবকে পুলিশ কর্তৃক প্রকাশ্যে হ্যান্ডকাপ পড়িয়ে ছবি তুলে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় এর তীব্র নিন্দা জানিয়েছেন কচুয়ার সাংবাদিক ও সচেতন মহল।

Loading

শেয়ার করুন