কচুয়ার পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

কচুয়া প্রতিনিধি  :
কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দেশব্যাপী জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেরকোটা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংবিধান অনুযায়ী প্রচলিত নিয়মে সহসাই শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ আবারো শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকার গঠনে সহযোগিতা করবে। কচুয়া তথা দেশের উন্নয়নের স্বার্থে আবারো উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে সাধারন মানুষের সেবা করতে সুযোগ দেয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা কাজল রেখা, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রাসেল ও ইব্রাহীম খলিল বাদল, ইউনিয়ন যুবলীগের সভাপতি চাঁন মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক মহসিন ফরাজী, সদস্য কাউছার আলম সুমন মেম্বার, জসিম উদ্দিন প্রমুখ।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ ও সহযোগী সংগঠনের অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন