কাকমাচী বা মাকোর ভেষজ গুণ : মেহ সহ ২০ রোগের প্রতিকার করুন
হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস) :
বাংলায় কাকমাছী। উর্দু মাকো। আরবি এনাবুছ ছালাব। সংস্কৃত কাকমাচী বলে।
এই কাকমাচীর রয়েছে কমপক্ষে বিশটি ভেষজ গুণ। যা ব্যবহারে ও সেবনে প্রাকৃতিক এই ঔষধে আপনি হতে পারেন নিম্নোক্ত রোগ থেকে মুক্ত।
কাকমাচী লিভারজনিত রোগে এবং জন্ডিস রোগে বিশেষ উপকারী।
মাকো প্রতিবন্ধকতা ও ফুলা নিবারক।
লিভারের উষ্ণতা নাশক ও ফুলা নিবারক এবং শোথ ও জন্ডিস রোগে উপকারী।
পাকস্থলীর ফুলা উষ্ণতা নাশক এবং উদরাময় ও চর্মরোগ নাশক।
মহিলাদের চামড়া কুঁচকে যাওয়া দূর করে ও গায়ের রং উজ্জ্বল করে।
অরুচি ও পিপাসা নাশক।
মূত্রকৃচ্ছতা ও প্রমেহ রোগ দূর করে।
প্লীহা বৃদ্ধি ও অন্ত্রনালীর রোগে উপকারী।
মাথা ব্যথা ও পেটব্যথা নাশক।
গ্রন্থি ফুলা, অর্শ, টিউমার ও ঘায়ে উপকারী।
গুহ্যদ্বারের বিভিন্ন রোগে উপকারী এবং চোখের রোগ নাশক।
মাকো পাতার প্রলেপ যবের ছাতু সহকারে ব্যবহারে সিফিলিস, বসন্ত, পুরান ক্ষত ও ক্যানসারের ক্ষতে উপকারী।
আল কিন্দি ইরিসিপ্লাসে মাকো ব্যবহার করতেন। ডিওসকোরাইডিস ফুলা, ঘা ও বিভিন্ন প্রকার চর্মরোগে মাকো ব্যবহার করতেন।
মাকো গাছের শিকড় স্নিগ্ধ পানি সেবনে সুখ নিদ্রা আনয়ন করে।
বাংলাদেশের যে কোনো জেলায় দ্রুত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পৌঁছে দেয়া হয়।
বিস্তারিত জানতে ও ঔষধ পেতে যোগাযোগ করুন :
হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
মুঠোফোন : 01742057854, ইমো/হোয়াটস অ্যাপ : 01762240650
শ্বেতীরোগ, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।
সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।