গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মো. আরাফাত হোসেন এ ব্যাপারে গত ৪ মে চাঁদপুরের জেলা প্রশাসক এবং কলেজের গভর্নিংবডির বর্তমান সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত পৃথক অভিযোগ করেছেন। যদিও কলেজ অধ্যক্ষ হরিপদ দাস তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয়, তদন্ত করলেই প্রমাণিত হবে বলে জানিয়েছেন।

জানা গেছে, ২০২০ সালের ৩০ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ কলেজের অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ওই বছরের ২০ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের গঠিত নিয়োগ বোর্ড বর্তমান অধ্যক্ষ হরিপদ দাসকে নিয়োগ প্রদান করেন। হরিপদ দাস এরপূর্বে ল²ীপুর জেলার রামগঞ্জ উপজেলার জয়পুরা স্কুল এন্ড কলেজে কর্মরত সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

অভিযোগে প্রকাশ, অধ্যক্ষ নিয়োগ বিধি মোতাবেক ডিগ্রী কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য এম.পি.ও নীতিমালা-২০১৮ইং মোতাবেক ডিগ্রী কলেজের উপাধক্ষ্য/ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে ০৩ বছরের অভিজ্ঞতাসহ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে মোট ১৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন। এমনকি উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজে অধ্যক্ষ নিয়োগের যে নীতিমালা কলেজে উপাধ্যক্ষ পদে ০৩ বছরের অভিজ্ঞতাসহ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে মোট ১২ বছরের অভিজ্ঞতার প্রয়োজন। অথবা অনুচ্ছেদ১১.১৬(ক)এ বর্ণিত পদে ১২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের(কোড নং ৩৯৩০) অধ্যক্ষ পদে হরিপদ দাসকে নিয়োগের ক্ষেত্রে সেগুলো অনুসরণ করা হয়নি।

চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান এর অবৈধ হস্তক্ষেপে অবৈধ উপায়ে তাকে নিয়োগ দেয়া হয়। উক্ত নিয়োগের পর তার একক স্বেচ্ছচারিতা ও অর্থনৈতিক দূর্নীতির জন্য কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, অধ্যক্ষ কলেজের নামে উপজেলা পিআইও অফিস থেকে বিগত চার বছরে ৮/১০ টি আর/কাবিখা প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫/২০ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। কলেজের ছাত্র/ছাত্রীদের থেকে আদায়কৃত বিভিন্ন খাতের অধিকাংশ টাকাও একক আত্বসাৎ করেছেন।

অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, এই অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য দ্রæততম সময়ে তদন্ত কমিটি গঠন করে দেয়া হবে। কমিটির রির্পোটের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এব্যাপারে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস মুঠো ফোনে জানান, আমাকে বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়ে তদন্ত করলেই সকল সত্য উদযাটিত হবে। আমি এই কলেজে যোগদানের পর থেকে কলেজের শিক্ষার মানোন্নয়নে ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে চলেছি। যা অনেকের কাছে চক্ষুশূল হয়েছে। এছাড়া টিআর/কাবিখা নিয়ে যা বলা হয়েছে,আমি ওগুলোর সাথে যুক্ত নই তবে তদন্ত করলে হয়তোবা মূল ঘটনা বেরিয়ে আসবে।

মঙ্গলবার, ১৩ মে ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন