চাঁদপুর তরপুরচণ্ডিতে বাবার ভিটে মাটি থেকে জোরপূর্বক উচ্ছেদের ১২ বছর পর ফিরে পেল সম্পত্তি

স্টাফ রিপোর্টার : চাঁদপুর ব্রিজ সংলগ্ন তরপুরচন্ডী দেওয়ান বাড়িতে অগ্নি সংযোগ ভাঙচুর ও হামলার মধ্য দিয়ে শতাধিক শতাংশ সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় ভূমিদস্যু চক্র। বাপ দাদার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পরে অসহায় দেওয়ান বাড়ির বেশ কয়েকটি পরিবার। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে মটখোলার বাসিন্দা ফারুক গাজী নামে এক ব্যক্তি রাজনৈতিক দলকে ব্যবহার করে দেওয়ান বাড়ির জায়গা জবরদখল করে নেওয়ার অভিযোগ উঠে।

দেওয়ান বাড়ি সম্পত্তি বেদখল হওয়ার পর মিজানুর রহমান দেওয়ানের সন্তান আফজাল দেওয়ান, আরিফ দেওয়ান, আল আমিন দেওয়ান, জান্নাত সুলতানা মীম এবং সেলিনা বেগম, রেহানা কালাম রানু ও নবীন ইসলাম আদালতে ফারুক গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করে। অবশেষে ১২ বছর পর বাপ-দাদার সাড়ে চার শতাংশ সম্পত্তি দখলে গেল ভুক্তভোগী পরিবার।

ক্ষতিগ্রস্ত আফজাল দেওয়ান অভিযোগ করে বলেন,চাঁদপুর সদর, সাবেক ২৬ হাল ৪৪নং তরপুরচন্ডী মৌজা বি.এস ১৮৩নং খতিয়ানে বাপ দাদার সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় মঠখোলার বাসিন্দা ভূমিদস্যু ফারুক গাজী। ভুয়া কাগজপত্র করে পাওয়ারের মাধ্যমে দেওয়ান বাড়ির সম্পত্তি ছাত্রলীগ যুবলীগ ব্যবহার করে হামলা ভাঙচুর এর মধ্য দিয়ে দখলে নেয়। সরকার পতনের পর ফারুক গাজী গা ঢাকা দিলে অবশেষে সেলিনা বেগম গং সাড়ে চার শতাংশ সম্পত্তি এক যুগ পরে দখলে নেয়। তবে ভূমিদস্যু ফারুক গাজী আড়ালে থেকে আবারও দেওয়ান বাড়ি সম্পত্তি দখল করার পাঁয়তারা করছে।

এই ঘটনায় আদালতে ফারুক গাজী ও তার সহযোগী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সরকার পতনের পূর্বে ফারুক গাজী অর্থের বিনিময়ে বৈষম্যবিরত ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। সেই ঘটনায় ফারুক গাজীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর সে এখন পালিয়ে বেড়াচ্ছে। এই চিহ্নিত ভূমিদস্যু ও হামলাকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন