চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে জাপার মনোনয়ন, আনন্দ মিছিল ও মিষ্টি উৎসব
ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে জাপার দলীয় মনোনয়ন পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ সাজ্জাদ রশিদ সুমন।
এর আগে সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ আসনে দলীয় মনোনয়নের জন্য ৩ জন প্রার্থী ছিলেন।
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
এদিকে সোমবার (২৭ নভেম্বর) রাতে ফরিদগঞ্জ আসনে জাতীয় পার্টির যোগ্যপ্রার্থীকে মনোনয়ন নিশ্চিত করায় দলটির সাংগঠিক কার্যালয় থেকে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সাংগঠনিক কার্যালয় এসে শেষ হয়। এছাড়াও জাতীয়পার্টির মনোনয়ন নিশ্চিতের খবরে উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি উৎসব অনুষ্ঠিত হয়।
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
তাৎক্ষনিক অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সহসভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, যুগ্ম সম্পাদক মাহফুজ শেখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,পৌর জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন কাজী, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মো. আনোয়ার হোসেন বাবলু শেখ, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড কমিটির জাতীয়পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।