ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

সফিকুল ইসলাম রানা : মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের মাঝে আনন্দ উল্লাস দেখা দিয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। সর্বশেষ তথ্য অনুযায়ী ১২ পদের বিপরীতে ১৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

জানা গেছে, সভাপতি পদে আব্দুল মান্নান লস্কর ও মো. কাউছারুল আবেদীন, সহ-সভাপতি পদে মো. শাহ আলম ও মো. মিন্টু মিয়া, সম্পাদক পদে মো. বোরহান উদ্দিন ফরাজি, মো. মজিবুর রহমান ও মো. শাহাদাৎ হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এছাড়াও সদস্য পদে রহমত উল্লাহ সরকার, শাহআলম বেপারী, মকবুল খান, মো. আলাউদ্দিন, মো. মিজানুর রহমান, নূর মোহাম্মদ খান, মো. শরীফ হোসেন, জাকির হোসেন জুয়েল, শাহআলম বেপারী ও নাজিম হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সভাপতি পদপ্রার্থী আব্দুল মান্নান লস্কর বলেন, ছেংগারচর বাজার উন্নয়নে আমি ব্যবসায়ীদের সাথে আছি। বাজারে সিসি ক্যামেরা স্থাপন, সিকিউরিটি গার্ড ব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্ছন্নতা সহ পরিকল্পিত ও উন্নতশীল বাজার গঠনে আমি অঙ্গীকারবদ্ধ।

সহ-সভাপতি প্রার্থী মিন্টু মিয়া বলেন, ছেংগারচর পৌর বাজার উন্নয়নে আমি কাজ করে যাব। ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে থাকব। এবং আমি নির্বাচিত হলে ছেংগারচর বাজারকে একটি সুশৃঙ্খল আধুনিক বাজার গঠনে কাজ করব।

ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম বলেন, সুষ্ঠু ভোট গ্রহণে লক্ষ্যে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃংখলা থাকবে পর্যাপ্ত। সুষ্ঠু নির্বাচনের জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

সহকারী নির্বাচন কমিশনার আবু সাঈদ বেপারী ও মো. মালেক ফরাজী (মানিক) বলেন, ঐতিহাসিক ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে। সুষ্ঠু ভোটের জন্য সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৫৭ জন।

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন