ড. সেলিম মাহমুদ নৌকার মনোনীত প্রার্থী হওয়ায় কচুয়ায় আনন্দ মিছিল 

কচুয়া প্রতিনিধি  :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে নৌকা প্রতীকে কচুয়ায় আনন্দ মিছিল করা হয়েছে।
.
রবিবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে ড. সেলিম মাহমুদকে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ার পর পরই এ আনন্দ মিছিল করা হয়।
ড. সেলিম মাহমুদের মনোনয়নের খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেন এবং দলীয় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খায়িয়ে দেন। এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আওয়ামীলীগের সভা নেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের আনুষ্ঠানিক ভাবে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ড. সেলিম  মাহমুদের নাম ঘোষণার পর সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

Loading

শেয়ার করুন