পরকীয়ার জেরে মতলব উত্তরে যুবকের রহস্যজনক মৃত্যু
গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগান বাড়ি ইউনিয়নের কালির বাজার এলাকায় গত ৮ নভেম্বর ২০২৪ ইং রোজ শুক্রবার সকাল আনুমানিক ৯ টায় পরকীয়ার জের ধরে বিষ প্রানে এক যুবক আত্ত্বহত্যা করছেন বলে জানান মতলব উত্তর থানার এসআই ইউনুস।
তবে এটি হত্যা না আত্ত্বহত্যা এ বিষয়ে চলছে এলাকায় কানাঘুষা আর গুজ্ঞন। ঘটনার বিবরনে জানা যায়, কালির বাজার এলাকার জনৈক খোরশেদ আলম খলিফার ২ ছেলে ইকবাল হোসেন (২২) ও আনোয়ার হোসেন (৩০) ও ২ মেয়ে, এক মেয়ে শারীরিক প্রতিবন্ধী। ইকবাল হোসেন তার বাবার সাথে বেলতলী বদরপুর শাহছলেমান লেংটার মাজার এলাকায় ছোট খাটো ব্যবসা করতো আর আনোয়ার কালির বাজার ফল ব্যবসায়ী।
ছোট ভাই ইকবাল হোসেন বড় ভাই আনোয়ারের স্ত্রী আয়েশা খানম ময়নার সাথে পরকীয়ায় লিপ্ত ছিলো। এ পরকীয়ায় নেমে আসে ইকবালের উপর আষাঢ়ের বন্যা। ভাবী দেবরের সাথে দীর্ঘ দিন যাবৎ পরকীয়া করে আসছে। এ ঘটনা আস্তে আস্তে এলাকায় ছড়িয়ে পড়ে। একদিকে ছোট ভাইয়ের উপর বড় ভাই এর ক্ষোভ,অন্যদিকে চোখ পরেছে পাড়ার যুবকদের। বড় ভাই সরাসরি কিছু না বলল্লেও কিছু সংক্ষক পাড়ার যুবক পরকীয়া কারী ইকবাল হোসেন কে গত ৭ নভেম্বর দিবাগত-রাতে ঢেকে নিয়ে বেদরক মারধর করে ইট দিয়ে থেতলে দিয়ে ইকবালের কাছে মুক্তিপন দাবি করে বিষ হাজার টাকা নেয়া হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি এ প্রতিনিধি কে জানান।
এ ঘটনার পরদিন ৮ নভেম্বর সকাল সাড়ে পাঁচ টায় ইকবাল হোসেন কেড়ির টেবলেট খেয়ে অসুস্থ হয় পড়লে তাকে স্থানীয়রা গৌরীপুর হাসপাতালে নেয়ার পথে মারা যায় বলে পুলিশ সূত্রে জানা যায়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠান।
এ ব্যাপারে মতলব উত্তর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়। তবে এ ঘটনা হত্যা না আত্ত্বহত্যা পোস্ট মর্টেম রিপোর্ট আসলেই জানা যাবে।
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?