প্রেমের অভিনয়ে প্রবাসীর ১৭ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আনিসুর রহমান সুজন :  কাজের সূত্র ধরে পরিচয় ও প্রেম। পরবর্তীতে প্রেমিক প্রবাসে চলে গেলেও সর্ম্পকের খাতিরে গত সাড়ে চার বছরে ১৭ লক্ষাধিক টাকার অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে প্রেমিকার বিরুদ্ধে প্রেমিক মামলা দায়ের করেছে। পুলিশ মামলা গ্রহণ করে প্রেমিকা ও তার স্বামীকে আটক করে আদালতে পাঠিয়েছে। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার।

জানা গেছে, চাঁদপুরের একটি জুট মিলে একসাথে কাজের সূত্র ধরে পরিচয় ও প্রেমের সর্ম্পক গড়ে উঠে ফরিদগঞ্জ উপজেলার পৌর এরাকার মিরপুর গ্রামের আরাফাত হোসেন এবং মুন্সিগঞ্জ জেলার শ্রাবণি আক্তার মারিয়া ওরেফে সমাপ্তির সাথে। এক পর্যায়ে আয়ের খোঁজে সৌদি আরবে পাড়ি জমায় আরাফাত। কিন্তু মুঠো ফোনে তাদের সর্ম্পক চলতে থাকে। ঘর বাঁধার স্বপ্ন থেকে আরাফাত সমাপ্তির কাছে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে জমি ক্রয়ের জন্য ২০২০ সাল থেকে প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা পাঠায়।

কিন্তু সমাপ্তি আরাফাতের সাথে সর্ম্পক মৌখিক ভাবে ধরে রাখলেও এরই মধ্যে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নর এরশাদ প্রকাশ আশুর সাথে বিয়ের পিড়িতে বসে। সাড়ে বছর বিদেশে থাকার পর গত ২৬ অক্টোবর প্রবাস থেকে ফিরে আসে আরাফাত। অন্যদিকে জমি রেজিস্ট্রির নাম করে আরাফাতের কাছে সমাপ্তি আরো ৩ লক্ষ টাকা দাবী কওে এবং গত ২৮ অক্টোবর বাড়িতে এসে টাকা নিয়ে সটকে পরে। এক পর্যায়ে আরাফাত খোঁজ খবর নিয়ে সমাপ্তির প্রতারণা বিষয়টি নিশ্চিত হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ শ্রাবণি আক্তার মারিয়া ওরেফে সমাপ্তি ও তার স্বামী এরশাদ প্রকাশ আশুকে আটক করে আদালতে প্রেরণ করে।

এব্যাপারে প্রবাসী আরাফাত জানায়, প্রেমের অভিনয় করে তার গত সাড়ে বছরে আয় করা প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক সমাপ্তি। সে তার টাকা উদ্ধার ও তাদের বিচার দাবী করেন।

অন্যদিকে অভিযুক্ত সমাপ্তি জানায়, আরাফাত তাকে বোন হিসেবে গত ৩ বছর ধরে খরচ পাঠাতো। সর্বশেষ জায়গা কেনার নাম করে তার কাছ থেকে টাকা দাবী করেছে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি হানিফ সরকার বলেন, আরাফাত ও সমাপ্তির সাথে এক অপরের সাথে সর্ম্পক রয়েছে। আরাফাত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা দায়ের করলে অভিযুক্ত দুই জনকে আটক করেন চাঁদপুর আদালত প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন