ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর দিগন্ত’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

ফরিদগঞ্জ অফিস:
সত্য প্রকাশে অবিচল এ ¯েøাগানকে সামনে রেখে চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর দিগন্ত’র ১৭ পেরিয়ে ১৮ বছরে পদার্পন উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াস পাটওয়ারী, সহ-সম্পাদক ডা. ইমাম হোসেন সৌরভ।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. মশিউর রহমান, আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, এস এম ইকবালসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লবের সিনিয়র সদস্য মো.দেলোয়ার হোসেন বেলাল’র মায়ের জন্য দোয়া, অসুস্থ সাংবাদিকদেরসহ দৈনিক চাঁদপুর দিগন্তের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

Loading

শেয়ার করুন