ফরিদগঞ্জ দলীল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি কাদির, সম্পাদক সালাউদ্দিন

মো: আনিছুর রহমান সুজন :
চাঁদপুরের ফরিদগঞ্জ দলীল লেখক সমিতির নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে।

সভাপতি পদে ৫৪ ভোট পেয়ে আঃ কাদের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক পদে ৪১ ভোট পেয়ে মোঃ ছালাউদ্দিন মিজি নির্বাচিত হয়েছেন।

এছাড়া অপর ১১টি পদে নির্বাচিতরা হচ্ছেন, মোঃ হারুনুররশিদ ,ওসমান গণি মিঠু , মোঃ কামাল হোসেন, মোঃ ইকবাল হোসেন পাঠান, মোঃ ফিরোজ আলম, মোঃ জানে আলম জুয়েল, মোঃ রুহুল কুদ্দুছ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ আহামিম খান শামিম, মোঃ আমির হোসেন।

নির্বাচনে ১০১ ভোটের মধ্যে ৯৮ ভোট কাস্টিং হয়েছে। নির্বাচন কমিশনার মোঃ হুমায়ূন কবির, সাব- রেজিষ্টার মোঃ আরিফুররহমান, জেলা সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদকখায়রুল আলম বিল্লাল সুষ্ঠু নির্বাচন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

Loading

শেয়ার করুন