ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মোঃ আনিছুর রহমান সুজন:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোববার দুপুরে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি , ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজর প্রভাষক মোবারক হোসেনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক রাধেশ্যাম কুরি, প্রভাষক আঃ কুদ্দুছ, মেজবাহ উদ্দিন, শংকর চন্দ্র, নাছির উদ্দিন, বেলায়েত হোসেন, আঃ হান্নান, শাহীনা আক্তার। আলোচনা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।