মতলবে মাদ্রাসার উন্নয়নে এম ইসফাক আহসান সি আইপি‘র অনুদান প্রদান
সফিকুল ইসলাম রানা :
চাঁদপুরের মতলব উত্তর উপজোলার এখলাছপুর ইউনিয়নের চরকাশিম মাদ্রাসার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য, চাঁদপুর- ২ আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম ইসফাক আহসান সি আইপি ৷
পরিদর্শনকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম ইসফাক আহসান সি আইপি বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭৩ সালে হারিয়ে যাওয়া ইসলামী শিক্ষাকে আলো দান করেন। তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাদরাসার উন্নয়নে অবদান রেখে চলেছেন। ইসলামী শিক্ষার উন্নয়নে মাদরাসা ও মাদরাসা শিক্ষকদের অবদানকে সর্বদা কাজ করে চলেছেন।
তিনি বলেন, শহর,গ্রাম ও চরাঞ্চল কোন এলাকা যাতে উন্নয়নে পিছিয়ে না পড়ে সেদিকে নজর রেখে প্রতিটি এলাকায় প্রতিটি ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা কাজ করে যাচ্ছেন ৷
আলোচনা শেষে চরকাশিম মাদ্রাসার উন্নয়ন কাজে ১ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন এম ইসফাক আহসান( সি আই পি ৷
এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সোহেলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ক্রিয়া বিষয় সম্পাদক নুরুল আমিন বোরহান,এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি সেলিম বাদশা, চরকাশিম মাদ্রাসার সভাপতি মাজেদ ঢলী, এখলাছপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিন্নত বেপারী,জহিরাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ইউসুফ,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক এডভোকেট জসিম,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক মিরাজ খালিদ, চাদপুর জেলা ছাত্রলীগের সদস্য মোঃ সাইফুল সরকার , যুবলীগ নেতা সিদ্দিক বকাউল প্রমুখ ৷
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলি, স্বেচ্ছাসেবক লীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷