মতলব উত্তরে খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতীর স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ আজ শুরু

সফিকুল ইসলাম রানা :

ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে মতলব উত্তরের ছেংগারচর পৌর এলাকার জোরখালী গ্রামের দুলাল ফকিরের বাড়িতে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ওলী, তরিকতে চিশতিয়ার শীরমনি আতায়ে রাসূল হযরত খাজা মইনুদ্দিন চিশতি গরীবে নেওয়াজ (রাঃ আঃ)-এর স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ মোবারক ও মিলাদ মাহফিল শনিবার থেকে শুরু।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে জোরখালী পূর্ব পাড়া জামে মসজিদে পবিত্র কোরআন খতম ও দুলাল ফকিরের মায়ের মাজারে ফুলের শ্রদ্ধাঞ্জলী ও গিলাপ চরানোর মধ্য দিয়ে ওরশের আনুষ্ঠানিকতা শুরু করা হবে।
রবিবার ফাতেহা পাঠ, ছেমা মাহফিল, ও বিশেষ মুনাজাতের মধ্যে দিয়ে খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতীর স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ মোবারকের কার্যক্রম শেষ হবে। ওরশ মোবারকে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে ওরশের সমুদয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

