মতলব উত্তরে গরু চুরি মামলায় আটক ২

সফিকুল ইসলাম রানা :

মতলব উত্তরের ঘনিয়ারপাড় গ্রামের গরু চুরির মামলায় রাকিবুল হাসান প্রকাশ রকিবুল হোসেন (৩০) ও মো. মিজান মোল্লা (৩৫) নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

৯ নভেম্বর মতলব উত্তর থানার এসআই (নি.) সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানার এফআইআর নং-১৮/২৬১, তারিখ- ১৭/১০/ ২০২৩ ইং, ধারা- ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড এর মূল আসামী নুর মোহাম্মদের বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধীর আলোকে মো. রাকিবুল হাসান প্রকাশ রকিবুল হোসেন (৩০) ও মো. মিজান মোল্লা (৩৫) আটক করে। আটককৃত মো. রাকিবুল হাসান প্রকাশ রকিবুল হোসেন উপজেলার রুহিতারপাড় বালুয়াকান্দি এলাকার আবদুর রহিম বেপারীর ছেলে। মো. মিজান মোল্লা ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় এলাকার মো. জহির মোল্লার ছেলে। আটককৃত আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসআই (নি.) সুজিত চন্দ্র বলেন, রাকিবুল হাসান প্রকাশ রকিবুল হোসেন ও মো. মিজান মোল্লাকে জড়িয়ে গরু চোর নুর মোহাম্মদ আদালতে জবানবন্ধী দেন। আদালতের নির্দেশে তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Loading

শেয়ার করুন