মতলব উত্তরে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

সফিকুল ইসলাম রানা :

চাঁদপুরের মতলব উত্তরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ইছাখালী গ্রামের মুক্তার হোসেনের ছেলে রাব্বি (২১)।

জানা যায়, প্রায় দেড় মাস আগে রাব্বি বিয়ে করে।। বিয়ের পর সংসার ভালই চলছিল। কিন্তু সোমবার দুপুরে হটাৎ রাব্বি তার ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে তার স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে।

স্থানীয়রা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে মতলব উত্তর থানার সআই আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রির্পোট করেন এবং ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এবিষয়ে মতলব উত্তর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Loading

শেয়ার করুন