মতলব উত্তরে নিশ্চিন্তপুরে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ নিয়ে মুখ খুললেন তানভীর হুদা

সফিকুল ইসলাম রানা : মতলব উত্তরের নিশ্চিন্তপুর বাজারে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে প্রশংসায় ভাসছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র তানভীর হুদা।

ঘটনার নিন্দা জানিয়ে এবং শান্তির আহ্বান জানিয়ে দেওয়া তার বিবৃতিতে রাজনৈতিক উদারতার যে বার্তা তিনি দিয়েছেন, তা নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
স্ট্যাটাসে তিনি বলেন, “আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু নিজেদের মধ্যে কোনো বিবাদ, সংঘর্ষ, উস্কানিমূলক কর্মকাণ্ড কখনোই সমর্থনযোগ্য নয়। সাধারণ মানুষ বিবাদ পছন্দ করে না, শান্তি পছন্দ করে।”
তানভীর হুদার এই অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি নেতাকর্মীসহ সাধারণ অনুসারীরা। ফেসবুক পোস্টের কমেন্টে শরীফ সরকার নামে একজন লিখেছেন, “খুব সুন্দর লিখেছেন ভাই, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব। আশা করি আপনার মত সকল রাজনৈতিক নেতা উদারতার পরিচয় দিবেন।”
অন্যদিকে, জহির খান নামে একজন মন্তব্য করেন, “সত্যি আপনি ই একজন প্রকৃত জিয়ার সৈনিক, একজন আদর্শবান ও স্বচ্ছ রাজনীতিবিদ। আপনার কাছেই নিরাপদ থাকবে চাঁদপুর-২ আসনের সাধারণ জনতা। ইতিহাস সাক্ষী, আপনার পূর্বপুরুষ, প্রয়াত নূরুল হুদা সাহেব মতলবের মানুষকে ভালোবেসেছেন উদার হৃদয় দিয়ে, আপনি সেই উত্তরসূরী।”
তানভীর হুদা তার পোস্টে উল্লেখ করেন, সংঘর্ষের ঘটনায় মতলব উত্তর থানায় দুটি মামলা জমা পড়ে। এর মধ্যে একটিতে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন। তিনি জানান, ওই মামলার বাদীর সম্মতিক্রমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি গ্রহণ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
বিবৃতির শেষাংশে তিনি প্রত্যয় ব্যক্ত করেন, “বিএনপির একজন নেতাকর্মীও যেন রাজনৈতিক মামলায় হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উদারতা ও শান্তিপূর্ণ সমাধানের বার্তা দিয়ে তানভীর হুদা একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় সহায়ক হবে।
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
https://youtube.com/watch?v=OnqDSb6MFkA%3Ffeature%3Doembed
শেয়ার করুন

