মতলব উত্তরে বিএনপি নেতা মোকাদ্দাসের বিরুদ্ধে পাথর চুরির অভিযোগ 

 সফিকুল ইসলাম রানা :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের নির্মাণধীন স্থাপনা কাজের পাথর চুরির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।  স্থানীয় সূত্রে জানা যায়, ৪ঠা জানুয়ারি  দুপুরে  নিরিবিলি পরিবেশ পেয়ে ছয় চাক্কা ট্রাক্টর নিয়ে লুধুয়া স্কুল এন্ড কলেজের হোস্টেল নির্মানের জন্য রক্ষিত পাথর বোজাই করছিল, তা দেখে সন্দেহ হলে স্থানীয়রা পাথর বোজাই ছয় চাক্কা ট্রাক্টর আটক করে।

ট্রাক্টর ড্রাইভার জানান, লুধুয়া গ্রামের বশির উদ্দিন পাটোয়ারী চেলে মোকাদ্দাস পাটোয়ারীর কথায় আমি এখান থেকে অন্যত্র পাথর নেয়ার জন্য গারি লোড করছি। বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আকাশ  ঠিকাদারের ইন্জিনিয়ারকে বিষয়টি জানায়। ইন্জিনিয়ার রাসেল কিছু জানে বলায় বিষয়টি নিয়ে আরো সন্দেহ জাগে। রবিবার দুপুরে সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কার্যালয়ে গেলে  কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বিষয়টি মিমাংসা করেছে বলে সংসবাদ কর্মীদের জানায়।

অভিযুক্ত মোকাদ্দাস পাটোয়ারী বলেন, অন্য এক ঠিকাদারের নির্মাণ কাজে পাথরের সংকট দেখা দেওয়ায় পাথর নিতে চেয়েছি। আমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিতে এসেছি এটা আমার ভূল হয়েছে।

এ বিষয়ে লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, মোকাদ্দাস যে ভূল করেছে সেজন্য  একটি অঙ্গীকারনামা দিয়ে গেছে।

জানা যায়, মোকাদ্দাস পাটোয়ারী বিএনপির রাজনীতিতে সরাসরি যুক্ত রয়েছে। ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে ব্যানার ফেস্টুনে তার নাম লেখা রয়েছে। রাজনৈতিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অনিয়ম কর আসছে।

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন