মতলব উত্তরে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণ এবং ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে জন সমাবেশ

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণ এবং ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকালে দশানী বালু মাঠে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথি বক্তৃতা দেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি কবির হোসেন মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান লস্কর, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, বিএনপি নেতা হাফেজ মাওলানা মুজাম্মেল হক।
আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সাংবাদিক নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হালিম সরকার রিংকু, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আহত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা বলেন, আমরা ১৭ বছর বিরোধী দল ছিলাম এখনও আছি। কিন্তু কিছু কিছু নেতাকর্মীদের ভাব দেখলে মনে হয় যেন বিএনপি ক্ষমতায় চলে আসছে। আবার কিছু কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে আমার কাছে। মানুষের হুমকি ধামকি দেন, মানুষের জমি দখল করতে চান, পুকুরের মাছ ধরে ফেলেন। এগুলো ঠিক নয়, এসব করবেন না। এতে করে দলের বদনাম হবে।
তিনি আরও বলেন, আমার নেতা তারেক রহমান এই নির্দেশনা দেন নাই। তার নির্দেশনা হল, মানুষের কাছে যেতে হবে। মানুষকে বিএনপি সম্পর্কে বুঝাতে হবে। সাধারণ মানুষ ১৭ বছর অশান্তিতে ছিলো। সেই অশান্তি থেকে মানুষকে বের করতে হবে। মানুষের সাথে এমন আচরণ করতে হবে যাতে মানুষ বলে এখন ভালো আছি।
তানভীর হুদা বলেন, জরুরী কিছু সংস্কার শেষে নির্বাচন দিবেন বলে আশ্বাস ব্যক্ত করেছেন উপদেষ্টা সরকার। তাই আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত নিতে হবে। আগামী নির্বাচন হবে একটি পরিপক্ব নির্বাচন হবে। তারেক জিয়ার নির্দেশনা রয়েছে নির্বাচন সামনে রেখে জনমত তৈরি করতে হবে। যাতে করে আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বেছে নেয়।
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

