মতলব উত্তর উপজেলার কালীপুর বাজারে ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর বাজারে গত ২৭ ডিসেম্বর বিকাল থেকে মধ্যে রাত পর্যন্ত ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন পীর ফকির হযরত মাওলানা ওয়া মোর্শেদুনা সুফি আলহাজ্ব আদনান আহামেদ সিদ্দিকী জৌনপুর, বিশেষ মেহমান হিসাবে বয়ান পেশ করেন হযরত মাওলানা ওয়া মোর্শেদুনা সুফি শায়ান আহমেদ সিদ্দিকী জৌনপুর।

এছাড়া প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করেন, সুমধুর কন্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা দেওভোগ নারায়ণগঞ্জ থেকে আগত আলহাজ্ব মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাদরী, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য হযরত মাওলানা আলমগীর হোসেন রুহানী, হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন মানযুরী আল ওয়েসী সহ আরও অন্যান্য ওয়ালামায়ে কেরামগন তাসরিফ আনেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এ্যাড, মফিজুল ইসলাম সরকার, ছেংগারচর পৌর সভার সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিমউদদীন ভূইয়া , থানা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আবু নাসের শ্যামল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল প্রধান। এছাড়া সুধী বৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ওয়াজ মাহফিলে অংশ গ্রহণ করেন। ওয়াজে মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়।
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

