মতলব উত্তর উপজেলার হরিনা ছেংগারচর সড়কের ৪টি স্থানে বেহাল দশা

 গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হরিনা -ছেংগারচর সড়কের ৪টি স্থানে বেহাল দশা। যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হয়।

০৩ সেপ্টেম্বর ঐ সড়ক ঘুরে দেখা যায়, সড়কের তালতলী গ্রামের পাশে ৩ টি মোড় ঐ সমস্ত মোড় গুলোতে তিনটি বড় আকারের গর্ত, যে গুলো দেখলে মাছের থালার মত মনে হয়।

এ ছাড়া থানার সামনে সড়কের ঝড়াজির্ন অবস্থা। সে জন্য মেরামত কাজ জরুরী হয়ে পড়ছে। সরজমিন তদন্ত পূর্বক সড়কের ঝড়াজির্ন স্থান গুলি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

 

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

Loading

শেয়ার করুন