মতলব উত্তর ও দক্ষিণ আসন বিভাজন বিষয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি : চাঁদপুরে সীমানা পুনর্নির্ধারণের সম্ভাবনা

সফিকুল ইসলাম রানা : জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ সংশোধন করে রাষ্ট্রপতির জারি করা নতুন অধ্যাদেশের মাধ্যমে চাঁদপুর জেলার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাকে পৃথক নির্বাচনি আসন করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

গত সোমবার, ১২ মে ২০২৫ খ্রিষ্টাব্দ (২৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ) তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে অধ্যাদেশটি সরকারি গেজেট আকারে প্রকাশ করা হয়। ‘জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ শিরোনামে প্রকাশিত এই অধ্যাদেশে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন স্বাক্ষর করেন।
অধ্যাদেশে বলা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ (২০২১ সনের ১৪ নং আইন)-এর ধারা ৮ এর উপ-ধারা (৩)-তে যে “উপ-ধারা (১)” শব্দ, সংখ্যা, চিহ্ন ও বন্ধনী ছিল, তার পরিবর্তে এখন থেকে “উপ-ধারা (২)” শব্দ, সংখ্যা, চিহ্ন ও বন্ধনী প্রতিস্থাপন করা হবে। এই পরিবর্তনের মাধ্যমে নির্বাচনি সীমানা নির্ধারণে নতুন ধারা প্রয়োগের পথ সুগম হলো।
রাষ্ট্রপতির এই অধ্যাদেশ বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী জারি করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সংসদ ভেঙে যাওয়ায় পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাষ্ট্রপতি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।
চাঁদপুর জেলার মতলব ছিল একসময় একটি উপজেলা। পরবর্তীতে প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে এটি মতলব উত্তর ও মতলব দক্ষিণ নামে দুটি উপজেলায় বিভক্ত হয়। কিন্তু সংসদীয় আসনের ক্ষেত্রে নবম জাতীয় সংসদ নির্বাচন ২০০৮সালের ২৯ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হয়।আর ঐ নির্বাচনের সময়ে দুই উপজেলা একত্রিত করে চাঁদপুর-২ আসন গঠন করা হয়। জনসংখ্যা ও ভৌগোলিক বিশালতার দিক থেকে দুটি পৃথক এলাকা হলেও এতদিন তা এক আসনের অন্তর্ভুক্ত থাকায় স্থানীয়ভাবে বারবার দাবির মুখে পড়ে আসন বিভাজনের বিষয়টি।
মতলব উত্তরে কৃষক জহিরুল ইসলাম বলেন, “একসাথে দুই উপজেলার মানুষের জন্য একজন এমপি কার্যকরভাবে কাজ করতে পারেন না। আমরা অনেক আগে থেকেই আলাদা আসনের দাবি করে আসছিলাম। এখন মনে হচ্ছে সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।”
গৃহবধূ রাশিদা বেগম বলেন, “আলাদা আসন হলে আমাদের এলাকার মানুষ সংসদে নিজস্ব প্রতিনিধিত্ব পাবে। আশা করছি উন্নয়নও বাড়বে।”
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার বলেন, “এটি মতলববাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল। তবে এই সিদ্ধান্ত যেন দলীয় স্বার্থে ব্যবহৃত না হয়, সেদিকে নির্বাচন কমিশনকে কঠোর নজর দিতে হবে।”
তিনি আরও বলেন, “পৃথক আসন বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় উন্নয়ন ও গণতন্ত্র উভয়ই শক্তিশালী হবে।”
ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) বোরহান উদ্দিন বলেন, “মতলব দুইটি এলাকায় আলাদা সাংসদ থাকলে জনগণের দুঃখ-কষ্ট ও উন্নয়ন চাহিদা সরাসরি সংসদে পৌঁছাইতে পারবে। এটা সময়োপযোগী ও জনমুখী সিদ্ধান্ত। বাস্তবায়নই এখন মূল চ্যালেঞ্জ।”
এই অধ্যাদেশের মাধ্যমে নতুন করে নির্বাচনি ভৌগোলিক বিন্যাস ও আসন পুনর্গঠনের সম্ভাবনা তৈরি হওয়ায় চাঁদপুরের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে।
বুধবার, ১৪ মে ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

