মতলব উত্তর গাছ কাটতে গিয়ে গাছের নীচে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌর সভার আদুর বিটি গ্রামের জনৈক সাইদ আখনের ছেলে গাছ ব্যবসায়ী মোঃ জামাল হোসেন আখন (৫৫) ০৮ জানুয়ারি বুধবার সকাল আনুমানিক ১১ টায় গাছের নীচে পরে মারা যায়।

ঘটনার বিবরনে জানা যায়, উপজেলার সিপাই কান্দি গ্রামের মোজাম্মেল হাজারীর বিভিন্ন প্রজাতির গাছ একই গ্রামের সুমন প্রধানের কাছে বিক্রি করে দেয়। সুমন বেশী দাম পেয়ে একই গ্রামের শ্রী উত্তম চন্দ্র দাসের মধ্যস্থতায় ছেংগারচর পৌর সভার আদুর বিটি গ্রামের জনৈক সাইদ আখনের ছেলে মোঃ জামাল হোসেন আখনের কাছে বিক্রি করে। আজ সকালে গাছ ব্যবসায়ী জামাল আখন ৫ জন শ্রমিক নিয়ে গাছ কাটতে যায়।
গাছের গোড়া কেটে গাছের আগায় রশি বেধে ব্যবসায়ী সহ সকল শ্রমিকরা যখন গাছ মাটিতে ফেলার জন্য রশি দিয়ে টান মারে তখন তার বুকের উত্তর গাছ পরে মারাত্মক আহত হয়। অন্যান্যরা সরে গেলে ও তিনি সরে যেতে পারে নাই। আহত জামালকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মৃত্যু বরন করেন বলে জানান ডাঃ কৌশিক। এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক জানান, তিনি বিষয়টি জেনেছন এবং সরজমিন তদন্ত করার জন্য একটি টীম পাঠিয়েছেন।
বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

