মতলব দক্ষিণে তৃতীয় শ্রেণির ছাত্রীকে অপহরণ ও হত্যা : গ্রেফতার ২

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১ নং নায়ের গাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিনের মেয়ে, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রী বয়স ১০ বছর আবিদা কে একই গ্রামের ২ জন নরপশু গত ২০ জানুয়ারী বিকালে ফুল দেখিয়ে ফুছলায়ে অপহরণ করে নিয়ে মেরে ফেলে গ্রাফতারকৃতদের বাড়ির পাশের পুকুরের পাড়ে নাড়ার স্তুপের ভিতর পুতে রাখে।

সরজমিন রিপোর্টে জানা যায়, গত ২০ জানুয়ারী পাচঁদোনা গ্রামের জনৈক মজিব ফকিরে ছেলে মাদক সেবী ইমন (২০) ও জনৈক লিটনের ছেলে মাদক সেবী ইয়াছিন (১৯) তারা আবিদাকে ফুল দিয়ে ফুসলিয়ে ঐদিন বিকালে অপহরণ করে নিয়ে যায়। আবিদাকে তার পরিবার তন্ন তন্ন করে খুঁজে না পাওয়ায় থানায় জিডি করেন।
এ জিডির আলোকে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ সরজমিন গিয়ে তথ্য বের করে আবিদার হত্যাকারী ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হন। আসামীদের থানায় নিয়ে জিজ্ঞাসা করা হলে আসামীরা পুলিশের কাছে স্বিকারোক্তি দেন। আসামীদের স্বিকারোক্তি অনুযায়ী গত ২৩ জানুয়ারী বিকালে আবিদার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনা উদঘাটন করার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব সহ পুলিশ কর্মকর্তা, পিবিআই ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি বৃন্দ। এ হৃদয়বিদারক ঘটনা শুনে হাজার হাজার নারী পুরুষ ভীর জমায়। এ পৈচাশিক ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকা বাসি।
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

