মতলব নায়েরগাঁও-পেন্নাই সড়কের নায়েরগাঁও বাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্য বাহী নায়েরগাঁও বাজার সংলগ্ন পেন্নাই সড়কের ( আঞ্চলিক মহাসড়ক) এর উপর হাটুজলের কারণে বেহাল দশা। অতি বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। এ ছাড়া গত দুই মাস যাবৎ বৃষ্টি। যানবাহন, যাত্রী সাধারণ ও জনসাধারণের চলাচলে ভোগান্তি চরমে।

গত ৪ অক্টোবর ২০২৪ ইং রোজ শুক্রবার দুপুরে সরজমিনে গিয়ে এমনটাই দেখা গেল। সরজমিনে আরো জানা যায়, সড়কের পশ্চিম দিকে পুকুর তারপর নায়ের গাঁও বাজার আর সড়কের পূর্ব দিকে মালিকানা ভবন রয়েছে। ঐ খানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে জলাবদ্ধতা হয়ে হাটুর উপরে পানি জমে থাকে। প্রায় দুই মাসের ও বেশী সময় ধরে সড়কের এ বেহাল দশা।

ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হয়। মনে হয় যেন প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। গত প্রায় একদের মাস পূর্বে এ বিষয়ে জাতীয় ও স্থানীয় পত্র পত্রিকায় এ বিষয় নিয়ে নিউজ প্রকাশ করা হয়। এ পর্যন্ত প্রশাসন কোন কার্যকরী পদক্ষেপ নেননি।

এ সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন যাত্রী সাধারণ, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী চলাচল করে। এমনকি সকল ধরনের অসুস্থ রোগী, চিকিৎসক, জরুরী সেবার যানবান, উচ্চ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ চাঁদপুর মতলব থেকে ঢাকায় যাত্রীবাহী বাস চলাচল করে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে ঢাকা সহ দাউদকান্দি, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর ও চাঁদপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা অতি সহজ।

জনস্বার্থে এ সড়ক টি প্রয়োজন বিদায় সড়ক ও জনপদ বিভাগ এর উর্ধতন কর্মকর্তাগনের নজর দেয়া জরুরী বলে আমি মনে করি। এ ছাড়া রয়েছে নায়েরগাঁও বাজারের ঠিক মধ্যে খানে আরেক টি সড়ক। ঐ সড়কটি বাজার ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ সড়ক। ঐটিরও বেহাল দশা। সরজমিন তদন্ত পূর্বক জরুরী ভিত্তিতে সড়কের সংস্কার কাজ করনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ভুক্তভোগীরা।

 

শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন