রমজানকে সামনে রেখে ফরিদগঞ্জের ক্রয়মূল্যে ও যুব সমাজ ১টাকা লাভে পণ্য বিক্রি শুরু

ফরিদগঞ্জ প্রতিনিধি : সিয়াম সাধনার মাস মাহে রমজানকে সামনে রেখে গত দুই বছর ধরে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামের শাহ আলম মাল নামে এক ব্যবসায়ী এক টাকা লাভে ইফতারি ও নিত্যপয়োজনীয় ৮টি সামগ্রি বিক্রয় করেছেন। তারই এই উদ্যোগে ব্যাপক সাড়া পেয়ে এবছর ক্রয়মূল্যেই বিক্রি শুরু করেছেন নিদিষ্ট ৮টি নিত্যপ্রয়োজনীয় পণ্য। অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকারের পুরষ্কার পাওয়া শাহআলমের এই কাজে উদ্বদ্ধু হয়ে পাশ^বর্তী ভাটিয়ালপুর পুরানবাড়ি যুবসমাজ। তারাও এবছর থেকে একটাকা লাভে ভাটিয়ালপুর চৌরাস্তায় এক টাকা লাভে নিত্যপয়োজনীয় ৮টি সামগ্রি বিক্রি শুরু করেছেন।

জানা গেছে, চরকুমিরা গ্রামের শাহ আলম মাল বিগত দুই বছরের ন্যায় চলতি বছরেও মাহে রামজান উপলক্ষ্যে ছোলা, খেসারির ডাল, বেসন, মুড়ি, চিড়া, চিনি, খেজুর, সয়াবিন তৈল ক্রয়মূল্যে বিক্রি শুরু করেন। গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল-ইমরান বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।

শাহ আলম মাল জানান, আমি ১১ মাসতো ব্যবসা করি। এই একমাস আখেরাতের জন্য ব্যবসা করলাম না। তাছাড়া আমি ক্রয় মূল্যে ৮টি নিত্যপ্রয়োজনীয় সামগ্রি বিক্রির কারণে জনগণ উপকৃত হচ্ছেন, সাড়া পাচ্ছি বেশ, এতেই আমি খুশি। আমি চাই আমার দেখাদেখি অন্যরাও এগিয়ে আসুক। ইতিমধ্যেই ভাটিয়ালপুরেও এক টাকা লাভে পন্য বিক্রি শুরু হয়েছে।

শাহ আলমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সদ্য প্রবাস ফেরত সাহাবুদ্দিন, স্থানীয় সলেমান, শামছুল হক পাটওয়ারী, কালামসহ মালামাল ক্রয় করতে আসা লোকজন জানান, শাহ আলমকে দেখে ব্যবসায়ীদের শিক্ষা নেয়া উচিত, অন্তত একটি মাস ব্যবসার কথা না ভেবে মানুষের পাশে দাঁড়ানো তাদেরও কর্তব্য।

এদিকে চলতি বছর থেকে পৌর এলাকার ভাটিয়ালপুর পুরানবাড়ি যুবসমাজ ১০টি পণ্য একটাকা লাভে বিক্রির উদ্যোগ নিয়েছে। তারা ভাটিয়ালপুর চৌরাস্তার ওয়াসিম কসমেটিকস স্টোরে পবিত্র সবেবরাতের দিন থেকে মালামাল বিক্রি শুরু করেছেন।

উদ্যোক্তা ওয়াসিমসহ অন্যরা জানান, এই বছর আমরা এক টাকা লাভে এই পণ্য বিক্রি শুরু করেছেন। আশাকরছি অন্যরাও এগিয়ে আসবেন।

পন্য কিনতে আসা কামাল খান, টুটুলসহ অন্যরা জানান, তারা এই রমজানে একটাকা লাভে পণ্য কিনতে এসে ন্যায্যমূল্যে মাল পেয়ে খুশি।

স্কুল শিক্ষক তপন কর্মকার জানান, সিয়াম সাধনার মাসে ভাটিয়ালপুর পুরানবাড়ি যুবসমাজের এক টাকা লাভে পন্য বিক্রির উদ্যোগ এমটি মহতি কাজ। এই উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়া উচিত।

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন