রূপসা উত্তর ইউনিয়নের জহির, হাসান,হাফসা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
মো. আনিছুর রহমান সুজন :
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে প্রত্যক্ষ ভোটের মধ্যেমে ভোট প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন ইউপি সদস্যরা। প্যানেল চেয়ারম্যান অধ্যাদেশ ২০০৯এর ৩৩ ধারা অনুযায়ী গত ২৬ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফশিল অনুযায়ী নির্বাচন সম্পন্ন করেন ইউপি চেয়ারম্যান এস এম কাউছারুল আলম কামরুল ও ইউপি সচিব গোলাম মোস্তফা শামিম।
এসময় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন মোঃ জহিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোঃ হাসান আলী, মহিলা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন মোসা হাফসা মরিয়ম। উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইদ্রিস পাটওয়ারী, মোঃ ফারুক হোসেন লিটন, মোঃ ইউনুস পাটওয়ারী,মোঃ আনোয়ার হোসেন রতন,ইব্রাহিম মৃধা, শাহনাজ আক্তার,পারভিন বেগম। এ সময় ইউপি চেয়ারম্যান এস এম কাউসার উল আলম কামরুল বলেন, যে স্বচ্ছতার ভিত্তিতে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে যাচ্ছি ইউপি সদস্যদের নিয়ে আগামী দিনে ও এলাকার উন্নয়নে আরো একধাপ এগিয়ে যাবে আশা করছি।
স্থানীয়রা জানান এই নিয়মে সকল ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করবেন চেয়ারম্যান গন।