শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটার অপরাধে ২ মাসের কারাদণ্ড

মোঃ কামরুজ্জামান সেন্টু :

চাঁদপুরের শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটার অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক্সকেভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক পূর্ব পাড়ায় এ অভিযান পরিচালিত হয়। ফসলী জমি থেকে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটছিল অসাধু ব্যবসায়ী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। ওই সময় শোরসাক পূর্বপাড়া ফসলী জমি থেকে এক্সকেভেটর দিয়ে টপসয়েল কেটে কৃষিজমি ধ্বংস করার অপরাধে তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই সময়ে কৃষি জমি ধ্বংস করার কাজে ব্যবহৃত এক্সকেভেটরটি জব্দ করা হয় ও উপজেলা কৃষি অফিসারের জিম্মায় প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা ও শাহরাস্তি থানা পুলিশের একটি টিম।
প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

