শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা : নাউরী আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক-ছাত্র-ছাত্রীদের দোয়া
সফিকুল ইসলাম রানা :
জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেল গৃহীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করে মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে নাউরী আদর্শ ডিগ্রী কলেজ মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান
অতিথির বক্তৃতা দেন চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। নাউরী আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিন আলালের সভাপতিত্বে ও প্রভাষক মেহেদী মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা যুবলীগের
সভাপতি দেওয়ান মো. জহির, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, তাসলিমা আক্তার আঁখি, ফরাজিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুর উদ্দীন পাটোয়ারী, সাবেক আহ্বায়ক আবদুর রব প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন সম্পাদক আল মামুন সরকার, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুর নবী খান, মাশরুল খান তামীম, সদস্য মাহমুদুল হাসান, গোলাম কিবরিয়া টিটু, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন
সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, সদস্য রমিজ উদ্দিন শিশির, উপজেলা ছাত্রলীগের সাবেক
যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজালাল প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম স্বপন, সাধারণ যুবলীগের যুগ্ন আহ্বায়ক মনির হোসেন, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ পরিষদের সদস্য পারুল বেগম, ফজিলাতুন্নেছা, সাদুল্যাপুর ইউপি সদস্য মো. শিপলু শিকদার, মাহবুব আলম মজনু, আঃ হালিম, মোসা. রীনা বেগম সহ দলীয় নেতৃবৃন্দ।