‘সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়ন কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে’

মো: আনিছুর রহমান সুজন:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও জেলা বিএমএর সাবেক সভাপতি ডা: হারুন অর রশিদ সাগর বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়ন কর্মকান্ডগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

গত বছর গুলোতে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে, এই ধরনের আরো উন্নয়ন দরকার তার শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি নিজের মধ্যে বিবাদে না জড়িয়ে বিরোধী দলের সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানান।

তিনি আরো বলেন, আমি নৌকার মনোনয়ন চাই, নেত্রী যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন তা হলে আপনাদের কে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর আমি না পেলে ও নৌকার পক্ষে ছিলাম আগামীতে ও থাকবো ইনশাআল্লাহ।

Loading

শেয়ার করুন