সুলতানাবাদ ইউনিয়নে নিয়োগপ্রাপ্ত কাজী এলফানুর রহমান থাকেন ঢাকায়, কাজ করেন ৩ সহকারী দিয়ে

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে নিয়োগ প্রাপ্ত নিকা তালাক রেজিস্ট্রার কাজী এলফানুর রহমান সহপরিবার নিয়ে থাকেন ঢাকার গুলশানে। তিনি গুলশানে SONY RANGS ELECTRONICS LTD এর ইনচার্জ CTP হিসাবে কাজ করেন এমন ডকুমেন্ট ও পাওয়া গিয়াছে।

তিনি এলাকায় নিকা তালাক রেজিষ্ট্রেশন করেন তিনজন সহকারী দিয়ে। এমনই একটি অভিযোগ উঠেছে সুলতানাবাদ ইউনিয়ন এলাকায়। আরো অভিযোগ উঠেছে নিয়োগ প্রাপ্ত কাজী মোঃ এলফানুর রহমান পিতাঃ এ এইচ ফজলুর রহমান গ্রাম মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রাম। তিনি মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা হয়ে ও তিনি একা মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে নিকানামা, তালাক রেজিষ্ট্রেশন করার সুবাদে ভোটার তালিকায় নাম লিখান। তিনি যদিও ভোটার হন তার কোন বসত বাড়ি সুলতানাবাদ ইউনিয়নে আছে কিনা এ বিষয়টি কেহই বলতে পারছে না।
তিনি সপরিবার নিয়ে ঢাকার গুলশানে থাকেন বলেও অভিযোগ উঠেছে। তিনি তিনজন সহকারী দিয়ে ঐ এলাকায় নিকা নামা রেজিষ্ট্রেশন করান বলে জানা যায়। সহকারীরা হলেন মোঃ ইউসুফ গ্রাম তুষপুর মতলব দক্ষিণ, গিয়াসউদ্দিন মাষ্টার গ্রাম তাতুয়া, আবুল কালাম মাষ্টার গ্রাম মতলব উত্তরের চরলক্ষ্মীপুর। এ ব্যাপারে সুলতানাবাদ ইউনিয়নের হাতি ঘাটা টরকী গ্রামের মাওলানা মোবারক হোসেনের ছেলে মোঃ আবুসুফিয়ান, কাজী মোঃ এলফানুর রহমান এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে চাঁদপুর জেলা রেজিস্ট্রার ডিআরও এর বরাবর একটি অভিযোগ পত্র দায়ের করেন। জেলা রেজিস্ট্রার ঐ বিষয়টি সরজমিন তদন্ত করার জন্য মতলব উত্তর সাবরেজিস্টার মোঃ মাহবুবের রহমান কে দশ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য তদন্তভার ন্যস্ত করেন।
তিনি এক মাস দুই দিন পর আবেদনকারীকে না জানিয়ে ১০ ফ্রেরুয়ারী সরজমিন তদন্ত করেন বলে জানান অভিযোগ কারী আবুসুফিয়ান। আবেন কারী ও এলাকা বাসি দায়িত্ব প্রাপ্ত কাজী মোঃ এলফানুর রহমান কে অপসারণ করে ঐ এলাকায় নতুন করে বিবাহ নিকা তালাক রেজিস্ট্রার কাজী নিয়োগ দেওয়ার জন্য কর্তৃ পক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আব্দুল হক, কাজী এলফানুর রহমান এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাও, মোঃ আবু সুপিয়ানের এক অভিযোগলিপিতে স্বাক্ষর করেন।
মতলব উত্তর উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী হেলাল বলেন, কাজী এলফানুর রহমানের এ অনিয়মের কারণে জেলা ডিআরওকে অবগত করানো হয়েছে। সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন এ বিষয়ে অবগত আছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, এ বিষয়ে অনিয়ম পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ের তদন্ত কর্মকর্তা, মতলব উত্তর উপজেলা সাবরেজিস্টার মোঃ মাহবুবের রহমানের সাথে মুঠো ফোনে যোগাযোগের জন্য চেষ্টা করা হলে মোবাইল ফোন সংযোগ থাকলে ও কল রিসিভ করেন নাই। সরজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসি।
প্রকাশ : শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

