হাইমচরে উপজেলা জনকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ অব্যাহত

সাহেদ হেসেন দিপু : হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানব কল্যাণে নিয়োজিত স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন জনকল্যাণ সমিতির পক্ষ থেকে হাইমচরের অসহায় ৮শত পরিবারের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে শীত বস্ত্র বিতরণের দ্বিতীয় দিনে কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শীত বস্ত্র বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা। এসময় তিনি বলেন, প্রতি বছর শীতের সময় একটি সরকারি বরাদ্দ আসে। আমি চেষ্টা করেছি যাদের প্রয়োজনটা বেশি তাদের কাছে পৌছে দেয়ার জন্য। এপর্যন্ত ৪০০ বেশি কম্বল বিতরণ করেছি, আরও বেশ কিছু কম্বল বিতরণ করবো।
হাইমচরের অনেক মানুষ মন্ত্রণালয় সহ ভাল অবস্থানে রয়েছে। অনেকেই এ সমিতির সাথে জড়িত রয়েছে। এ সমিতির যারা বড় বড় যায়গায় রয়েছে তারা যদি কষ্টে থাকা মানুষজনের জন্য এগিয়ে আসে হাইমচরের চেহারা পরিবর্তন হয়ে যাবে। এ উপজেলার অনেক সমস্যা, রাস্তা ঘাটের সমস্যা, চরের মানুষজনের সমস্যার তো শেষ নাই। স্বাস্থ্য সেবা, শিক্ষা, নাগরিক সেবাসহ সব কিছু থেকেই তারা বঞ্চিত। বরাদ্দ কম থাকায় কুলিয়ে উঠতে পারছিনা। আপনারা সবাই যদি এগিয়ে আসেন অনুন্নত হাইমচরের চেহারা বদলে যাবে। হাইমচরের মানুষ উপকৃত হবে। আমরা সবাই মিলে একটি উন্নত হাইমচর চাই। একজন মানুষ হিসেবে আমি যে সুবিধা পাই, সমাজের সকল মানুষ যেন এ সুবিধা পায়।
শীত বস্ত্র বিতরণে সভাপতিত্ব করেন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আহামেদ আলী গাজী ও পরিচালনা করেন, সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল শামীম।
দুদিন ব্যাপী শীতবস্ত্র বিতরণের কর্মসূচির আজ দ্বিতীয় দিনে চরের চেয়ারম্যান বাজার, ঈশানবাবালা, সাহেবগঞ্জ এবং মহজমপুর লামচরী কাটাখালী পশ্চিম চর কৃষ্ণপুর বিতরন করা হয়েছে।
গতকাল প্রথম দিনে উপজেলার নয়ানী লক্ষ্মীপুর, বাংলাবাজার, ভিঙ্গলিয়া, কমলাপুর, গন্ডামারা, চরভৈরবী, হাইমচর ড্রিগ্রী কলেজ এলাকায় অসহায়, দিনমজুর, শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমিতির শিক্ষা সম্পাদক লোকমান হোসেন, নির্বাহী সদস্য জসিম উদ্দিন, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের সাবেক সভাপতি ও সমিতির সদস্য বুলবুল ইসমাইল, প্রাইমারী স্কুল শিক্ষক নুরে আলম, ও আজহারুল ইসলাম আশিক, মোঃ ইমরান হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

