হাজীগঞ্জের বলাখাল বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা
নিউজ ডেস্ক :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। রোববার (২৮ মে) বিকালে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ অভিযান পরিচালনা করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
জানা গেছে, জেলা পুলিশের সহযোগিতায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানে বলাখাল বাজারের মডার্ন স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় নগদ ৫ হাজার টাকা ও একই অভিযোগে বিসমিল্লাহ হোটেলে ৫ হাজার টাকা এবং মিতু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকায় ৫ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় উপস্থিত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার নির্দেশনা এবং উপস্থিত জনসাধারণকে সচেতনতার লক্ষে আইনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দিক উল্লেখপূর্বক অবহিত করেন সহকারী পরিচালক নুর হোসেন। অভিযানে জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।