ডায়াবেটিস যৌনরোগ স্বপ্নদোষ সহ ২০টি রোগের উপকার করে তালমাখনা
তালমাখনা একটি বিশেষ উপকারী ভেষজ, যার রয়েছে প্রায় বিশটি স্বাস্থ্য উপকারিতা। নিম্নে এই স্বাস্থ্য উপকারিতার বিষয়টি ধীরে ধীরে বর্ণনা করা হলো :
১. তালমাখনা দেহ ও মনের প্রফুল্লতা আনে।
২. দেহের পুষ্টি ও বল বাড়ায়।
৩. শুক্রবর্ধক, বীর্য গাঢ়কারক, যৌনশক্তিবর্ধক।
৪. স্বপ্নদোষ নিবারক।
৫. লিউকোরিয়া দূর করে।
৬. শুক্রমেহ, যৌনদুর্বলতা ও স্নায়ুবিক দুর্বলতায় কার্যকর।
৭. ডায়াবেটিসসহ অন্য যে কোনো কারণে যৌনদুর্বলতা এলে তালমাখনা দিয়ে তৈরি ওষুধে দ্রুত তা দূর করা যায়।
৮. পাতা ও শাখার জোসান্দা লিভার ও কিডনির প্রতিবন্ধকতা দূর করে।
৯. কোষ্ঠ পরিষ্কারক, মূত্র ও ঘর্ম প্রবাহক।
১০. পাতার প্রলেপ বাত ও সন্ধি ব্যথা উপশম করে।
১১. হজমকারক, বায়ুনিঃসারক, পাকস্থলীর ব্যথা নিবারক।
১২. পিত্তথলির পাথর অপসারণে কাজ করে।
১৩. মানসিক অবসাদ দূর করে।
১৪. প্রস্রাবের নানা সমস্যা দূরে করে।
১৫. ব্রণ দূর করে।
১৬. সৌন্দর্য বাড়ায়।
১৭. জন্ডিস নিরাময়ে কাজ করে।
১৮. গ্লন্ডারের সমস্যা দূর করে।
১৯. লিভার ও কিডনীর প্রতিবন্ধকতা দূর করে।
২০. হজম বৃদ্ধিতে সহায়তা করে।
রোগের নামঃ শুক্রমেহ ও লিউকোরিয়ায়
ব্যবহার পদ্ধতিঃ ৩ গ্রাম তালমাখনা পাউডারের সাথে ১ গ্রাম পরিমাণ তেঁতুল বীজ পাউডার মিশিয়ে প্রত্যহ ২ বার দুধসহ সেব্য।
রোগের নামঃ যৌন ও স্নায়ুবিক দুর্বলতায়
ব্যবহার পদ্ধতিঃ ৩ গ্রাম তালমাখনা পাউডারের ১ গ্রাম পরিমাণ অশ্বগন্ধা পাউডার ও ৩ চা চামচ মধু মিশিয়ে প্রত্যহ ২ বার সেব্য।
যৌন সমস্যার জন্য আরেকটি সাধারণ ব্যবহার হচ্ছে ৫-৭ গ্রাম তালমাখনা ,সমপরিমাণ তালমিছরি এবং এক গ্লাস দুধ এক সাথে মিশিয়ে প্রতিদিন একবার পান করুন। এতে আপনার বল বৃদ্ধি, যৌন ক্ষমতা বৃদ্ধি , বীর্য গাঢ়, দ্রুত বীর্যপাত রোধ,বীর্য উৎপাদন বৃদ্ধি এবং যৌন আগ্রহের উন্নতি ইত্যাদি উপকার হবে। তালমাখনার পরিমাণ বাড়াবেন না, বাড়ালে বদ হজম হতে পারে।
সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
ঔষধ পেতে যোগাযোগ করুন :
হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)
হাজীগঞ্জ, চাঁদপুর।
ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
মুঠোফোন : (চিকিৎসক) 01742-057854
(সকাল দশটা থেকে বিকেল ৫টা)
ইমো/হোয়াটস অ্যাপ : (চিকিৎসক) 01762-240650
ই-মেইল : ibnsinahealthcare@gmail.com
সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।
শ্বেতীরোগ, একজিমা, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা