৫ মিনিটে চুল সিল্কি করার রহস্যময় উপায়
সুন্দর চুলের জন্য সকলে কম-বেশি প্রার্থনা করে। তবে এতে অনেক বেশি যত্নের প্রয়োজন আছে ভেবে অনেকে চুল চর্চার জন্য সময় করতে পারে না।
তবে খুব কম সময়ের মাঝে চুল সুন্দর ও সিল্কি করার জন্য নিম্নলিখিত উপায় অবলম্বন করতে পারেন।
১. চায়ের লিকার থেরাপি:
ঝলমলে চুলের জন্য দারুণ কাজ করে চায়ের লিকার। চুল যেমনি হোক না কেন তৈলাক্ত, শুষ্ক বা স্বাভাবিক- চায়ের লিকার মানিয়ে যাবে খুব সহজে। চায়ের লিকার তৈরির জন্য দুই কাপ পানি নিন। তার মাঝে ৬ টেবিল চামচ চা পাতা দিন।
এবার এই মিশ্রণ অল্প আঁচে চুলায় ফুটতে দিন। ফুটে ফুটে লিকার ঘন হবে। যখন দুই কাপ পানি কমে এক কাপ পরিমাণ হবে তখন নামিয়ে নিন। এবার, এই মিশ্রণ ঠাণ্ডা করে ছেঁকে নিন। শ্যাম্পু করার পর ভেজা চুলে এই মিশ্রণ মাখুন। ৫ মিনিট পর সাধারণ পানিতে ধুয়ে ফেলুন।
২. ভিনেগারে চুলের চমক:
শ্যাম্পু করার পর ভিনেগার মেশানো পানি দিয়ে আবার চুল ধুয়ে নিন। আধা কাপ ভিনেগার এক মগ পানিতে মিশিয়ে নিন। তারপর শ্যাম্পু করা চুলে তা লাগিয়ে নিন। । ৫ মিনিট পর আবার একটু স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিন। একটু পরেই চুল হয়ে যাবে ঝলমলে।
৩. বেকিং সোডায় উজ্জ্বল চুল:
নিষ্প্রাণ চুলকে ঝলমলে করে তুলতে বেকিং সোডার কোন বিকল্প নেই। এক কাপ হালকা গরম পানির মাঝে ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। শ্যাম্পু করা ভেজা চুলে এই মিশ্রণ লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
রোগীর অবস্থা শুনে ও দেখে সারাদেশের যে কোনো জেলায় বিশ্বস্ততার সাথে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।
সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
ঔষধ পেতে যোগাযোগ করুন :
হাকীম মোহাম্মদ মিজানুর রহমান কোরাইশী বি. এস. এস., ডি. ইউ. এম. এস.)
হাজীগঞ্জ, চাঁদপুর।
™ ইবনে সিনা হেলথ কেয়ার
একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
মুঠোফোন : »
(চিকিৎসক) : 01762-240650 (ইমো/হোয়াটস অ্যাপ)
অফিস : 01960-288007 (বাংলালিংক)
(সকাল দশটা থেকে বিকেল ৫টা)
ই-মেইল : ibnsinahealthcare@gmail.com
সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।
শ্বেতীরোগ, একজিমা, যৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা