চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে উত্তাল

নিজস্ব প্রতিবেদক :  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অনুযায়ী চাঁদপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১ টা থেকে চাঁদপুর সরকারি কলেজের সামনে অবস্থান নিয়ে তারা ৯ দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময়ে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বাহিনীর সদস্যরা ছাত্রীদের ঘিরে রাখার চেষ্টা করেন।

মুষলধারায় বৃষ্টিপাত উপেক্ষা করে মুহূর্তেই শিক্ষার্থীরা ছুটে আসেন বিক্ষোভে অংশ নেয়ার জন্য। বিক্ষোভে হাজার হাজার শিক্ষার্থী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনপদ।

একইভাবে জেলার গুরুত্বপূর্ণ উপজেলা হাজীগঞ্জেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেছেন।

শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে গনমাধ্যম কর্মীদের জানান, আমাদের ভাইদের উপর হামলা এবং শুক্রবার ঢাকা, রংপুর, বরিশাল, সিলেট ও খুলনায় নিশংস এবং নির্বিচারে পুলিশের গুলির প্রতিবাদে শনিবার বিক্ষোভে সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রকাশিত : শনিবার, ০৩ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন