প্রয়াত পত্রিকা বিলিকারক সিদ্দিকুর রহমানের পরিবারকে  কচুয়ায় আলোর মশালের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি  : চাঁদপুর জেলার কচুয়ার প্রবীন পত্রিকা বিলিকারক প্রয়াত সিদ্দিকুর রহমানের অসহায় পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে উপজেলার কাপিলাবাড়ি গ্রামে নিজ বাড়িতে সিদ্দিকুর রহমানের স্ত্রী মাজেদা বেগমের হাতে নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেয়া হয়।

এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম, সাবেক সাধারন সম্পাদক মেহেদী হাসান সাকিব, সদস্য আরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কচুয়া পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে সিনিয়র পত্রিকা বিলিকারক মো. সিদ্দিকুর রহমান (৬০) ২০২৩ সালের ২৪শে মে অসুস্থজনিত কারনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান। পরবর্তীতে এ পরিবারটির হাল ধরার কেউ না থাকায় অসহায় হয়ে পড়েন। এঘটনায় কয়েকবার কচুয়ার আলোর মশাল সামাজিক যুব সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা, খাদ্য সামগ্রী প্রদানসহ সার্বিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

প্রকাশিত : রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন