মতলব উত্তরে কাপড় শুকানোর রশি টানানো নিয়ে আহত ৩

মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার বড় ষাটনল গ্রামের কাপড় শুকানোর রশি টানানো নিয়ে মারধরের ঘটনায় নারী-শিশুসহ আহত ৩জন। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে, ১৯ আগস্ট বিকেল সাড়ে ৩টায় বড় ষাটনল গ্রামের মো. কামাল হোসেন মিয়াজীর বাড়িতে। এ ব্যাপারে মতলব উত্তর থানার মো. কামাল হোসেন মিয়াজী বাদি হয়ে মো. সুজন (২৫), আক্কাছ মিয়া (৪০) ও হোসনেয়ারা বেগম (৬০)কে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন।

কামাল হোসেন মিয়াজী জানান, ১৯ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বাড়ির আম গাছে কাপড় শুকানোর রশি টানাতে কামাল হোসেন মিয়াজীর স্ত্রী জেসমিন আক্তার (৪৫) গেলে মো. সুজন, আক্কাছ মিয়া ও হোসনেয়ারা বেগম আমার স্ত্রীর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয় এবং এলোপাথারী ভাবে লাথি ঘুষি মেরে ও লাঠি সোটা দিয়ে পিটাইয়া আমার স্ত্রীর মাথায়, পিঠে, বুকে সহ শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। আমার স্ত্রীর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের ১টি চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। আমার স্ত্রীর ডাক-চিৎকারে সোহান (১৮), ও মিথিলা আক্তার (১৬) এগিয়ে গেলে তাদেরও মারধর করে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

Loading

শেয়ার করুন