মোহাম্মদ এ আরাফাতকে সীমান্ত পার করে দেয়ার চেষ্টা

নিউজ ডেস্ক : মোহাম্মদ এ আরাফাতকে ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের দুইতিনজন অফিসারের সহায়তায় সীমান্ত পার করে দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গুলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম। এ অপপ্রয়াস থেকে এই অফিসারেরা যেন বিরত থাকেন সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আরাফাত আশওয়াদ ইসলাম।

তিনি বলেন, আন্দোলনকালীন মোহাম্মদ এ আরাফাত একের পর এক বাজে মন্তব্য করেছেন। শহিদ আবু সাইদ ও শহিদদের মাদকসেবী বলেছেন। গুলি শেষ হবে না বলে আইনশৃঙ্খলা বাহিনীকে উস্কে দিয়েছেন, তারই ফলশ্রুতিতে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে।

গুলশান সোসাইটির নির্বাহী কমিটির এই সদস্য বলেন, দেশে ইন্টারনেট শাটডাউনের যে সিদ্ধান্ত ছিলো তা এসেছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের কাছ থেকে। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন পলক আর সিদ্ধান্ত দেন আরাফাত। মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন আরাফাত। এতেই বুঝা যায় এ আন্দোলনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের একটি পার্সোনাল ইন্টারেস্ট ছিল।

তিনি বলেন, কোনো আইন না মেনে শুধু একটি মেসেজ দিয়ে দুইটি টেলিভিশন পনের মিনিটের জন্য বন্ধ করেছিলেন আরাফাত। ওনি বার বার হুমকি দিতেন কিছু হলেই বন্ধ করে দেবে। শুধু মিডিয়া নয়, ফেসবুকের মেটাকেও ওনি বন্ধের হুমকি দিতেন। সূত্র : চ্যানেল টুয়েন্টিফোর

শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪

 

 

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

Loading

শেয়ার করুন