শাহরাস্তিতে চার দিন ধরে নিখোঁজ মৎস্য চাষী, পরিবারের কাছে হাত-পা বাঁধা ভিডিও প্রকাশ

মোঃ কামরুজ্জামান সেন্টু : চারদিন ধরে নিখোঁজ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের মৎস্য চাষী মারফত আলী (৩৪)। হোয়াটসঅ্যাপ ও ইমুতে পরিবারের কাছে কখনও কাফনের কাপড় আবার কখনও হাত-পা বাঁধা ভিডিও পাঠানো হচ্ছে। এতে করে দুই সন্তান ও স্ত্রীসহ পরিবারের সদস্যদের মাঝে বাড়ছে দুশ্চিন্তা।

২৬ সেপ্টেম্বর শাহরাস্তি থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়েছে, জিডি নং- ১১২৮। তারপর থেকে অবস্থান সনাক্তকরণসহ প্রযুক্তির সহায়তায় তদন্ত কাজ চলছে বলে জানান উপ-পরিদর্শক (এস আই) কিশোর বড়ুয়া।

নিখোঁজ মারফত আলীর বড় ভাই মোহাম্মদ আলী জানান, ২৪ সেপ্টেম্বর/২০২৪ তার ভাই মুড়াগাঁও থেকে মোটর সাইকেলযোগে কচুয়া উপজেলার আকানিয়া এলাকায় ব্যবসায়িক কাজে যান। দুপুরের পর থেকে তার খোঁজ মিলছে না। তার নিজের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ও ইমু থেকেই ভিডিও, ছবি পাঠানো হচ্ছে পরিবারের কাছে। তবে কোন কথা বলছে না। তারা কোন টাকাও দাবী করছে না।

হোয়াটসঅ্যাপে পাঠানো দুইটি ভিডিও বার্তায় দেখা যায়, একটিতে কাফনের কাপড় পরানো হাত-পা বাঁধা নিস্তেজ হয়ে পড়ে আছে মারফত আলী। আরেকটিতে একটি ওয়াশরুমে হাত বাঁধা দাঁড়ানো অবস্থায়।

পরিবারের পক্ষ থেকে শাহরাস্তি থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ক্যাম্পে নিখোঁজ ডাইরির কপি দিয়ে অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে মৎস্য ব্যবসায়ী মারফত আলীর সন্ধান পেতে চান পরিবার।

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন