শিক্ষার্থীরা ফরিদগঞ্জ শহর পরিষ্কার করলেন

ফরিদগঞ্জ প্রতিনিধি: নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চাঁদপুরের ফরিদগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে ফরিদগঞ্জের অধিবাসী চাঁদপুর ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশ নেন।

বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় শুরু হয় এ কার্যক্রম। সড়কে পড়ে থাকা অসংখ্য ইটপাটকেল ও ময়লা আবর্জনা সরিয়ে নিয়ে পরিষ্কার করেন শিক্ষার্থীরা। এছাড়া পৌরসভা ভবনের ও উপজেলা পরিষদ চত্বরের ভাংচুরকৃত আবর্জনাও তারা পরিষ্কার করেন। পরে তারা শহরের রূপসা রাস্তার চত্বরে দুরাবস্থায় থাকা সড়কও মেরামত করেন।

এব্যাপারে শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়া শারমিন আক্তার জানান, ফরিদগঞ্জ উপজেলা সদরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং ময়লা আবর্জনা পরিষ্কার করতে আমরা মাঠে নেমেছি। প্রত্যেক নাগরিকের দায়িত্ব নিজ থেকেই উদ্যোগী হওয়া।

আব্দুল্যা নামে একজন শিক্ষার্থী বলেন, নিজেদের পরিবেশ সুন্দর রাখতে সড়কে ও বাসা বাড়ির পাশে পড়ে থানা ময়লা আবর্জনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

Loading

শেয়ার করুন