হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহাদী হাসান (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের গৌড়েশ্বর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু মাহাদী ওই বাড়ির মো. শরিফুল ইসলামের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো শিশু মাহাদী হাসান নিজ বাড়িতেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। বেশ কিছুক্ষণ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

তিনি আরও বলেন, বর্ষাকাল চারদিকে পানি আর জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে যেসব পরিবারের ছোট ও সাঁতার না জানা শিশু আছে, সেসব পরিবারের লোকজনকে আরও বেশি সচেতন ও সতর্ক হতে হবে।

মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

Loading

শেয়ার করুন