কচুয়ায় কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ওমর ফারুক সাইম, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :
কচুয়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি বাসস্টেশন সংলগ্ন এলাকায় ওই গ্রামের কবির হোসেনের ছেলে স¤্রাট হোসেনের কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ভেকু মালিক শরিফকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে ভেকু মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ জাহাঙ্গীর আলম, কচুয়া থানার এসআই আলাল সহ থানা পুলিশের অনান্য সদস্যবৃন্দ।

Loading

শেয়ার করুন