শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমান জনক বক্তব্যের প্রতিবাদে সমাবেশ

বিশেষ প্রতিনিধিঃ
হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ২৬ মার্চ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপমান জনক বক্তব্য দেয়ায় প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।
৩০ মার্চ বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সম্মেলন কক্ষে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ২৬ মার্চ হাজিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইফতার পার্টির আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু মুক্তিযোদ্ধাদের অপমান জনক কথা বলেন। এতে মুক্তিযোদ্ধারা অপমানিত ও ব্যথিত হয়েছে। আজকের প্রতিবাদ সভার মাধ্যমে আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিলের ডেপুটি কমান্ডার (ভারপ্রাপ্ত কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব আলী , জেলা সহ কমান্ডার  মৃণাল কান্তি সাহা, মুক্তিযোদ্ধা শহিদ হোসেন পাটোয়ারী, আব্দুল মমিন মোল্লা সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights