ফরিদগঞ্জে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে অষ্টম শ্রেনীতে পড়–য়া জান্নাতুল ফেরদাউস (১৪) নামে এক শিক্ষার্থীর ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া এলাকাতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার খাঁন বাড়ীর মো. আনোয়ার খানের বড় মেয়ে। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ ও মৃতের পরিবারের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদাউস ধানুয়া ছালিহিয়া ফাজিল মাদ্রাসায় অষ্টমশ্রেণীর শিক্ষার্থী। বহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় তার ছোট বোন নুসরাত (১১) বসতঘরের আড়াঁর সাথে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে দেখে জান্নাতুল ফেরদাউস ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শামসুজ্জামানসহ সঙীয় পুলিশ ফোর্স গিয়ে লাশ উদ্ধার করে। তবে কি কারনে সে ফাঁস দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights