মতলব উত্তরের গজরায় ভাতিজীকে ধর্ষণের চেষ্টা

মতলব উত্তর সংবাদদাতা:

চাঁদপুরের মতলব উত্তরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার ১৩ মে সকালে উপজেলার গজরা পশ্চিম রায়দিয়া গ্রামের ৫ বছরের এক শিশু বাড়ির পাশে পুকুর পারে খেলাধূলা করতে গেলে পার্শ্ববর্তী বাড়ির আব্দুল লতিফের ছেলে বাবুল (৪০) নামে সমর্পকে চাচা ঐ শিশুকে ফুসলিয়ে ঘরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে।

এবিষয়ে ভূক্তভোগী ঐ শিশু জানান, তাকে স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে নরপিশাচ বাবুল। কাউকে না বলার জন্যও অনুরোধ করেছে সে।

শিশুটির মা বলেন, জেঠার কাছে যদি ৫ বছরের ভাতিজি নিরাপদ না থাকে তাহলে আর নিরাপদ থাকবে কোথায়? আমি এই নরপিশাচের উপযুক্ত বিচার চাই।

শিশুর দাদী বলেন, বাবুল আমার নাতনীর সাথে যে ঘটনা ঘটিয়েছে তা মেনে নেওয়ার মত না। সে অমানুষ। সে এর আগেও এ ধরনের আরো কয়কটি ঘটনা ঘটিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত বাবুলের বক্তব্যের জন্য তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, এবিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Loading

শেয়ার করুন
Verified by MonsterInsights